পুরাতন মালদা

ছট পুজোর বিভিন্ন ঘাট পরিদর্শনে প্রশাসন

 

রাত পোহালেই গোটা দেশ মাতবে ছট পুজোয়। তাই এই উৎসবের প্রাক্কালে বুধবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ছট ঘাট পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সম্ভব জৈন।

    এদিন এই পরিদর্শনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ছাড়াও সঙ্গে ছিলেন ডিএসপি ডিএনটি রবিন থাপা, মালদা থানার আইসি মৌমেন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন পুরাতন মালদা পৌরসভার মোট ১৯ টি ছট ঘাট মহানন্দা নদীতে সরজমিনে খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সেফটি সিকিউরিটি ও নিরাপত্তা দিক থেকে অতি তৎপর পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা। ইতিমধ্যে চলছে ঘাট মেরামতের কাজ। সুষ্ঠু ভাবে ছট পুজো যেন সম্পন্ন হয়, সেই সব নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়।